বন্ধুরা আমাদের কম্পিউটারে কত কিছুই না জমা থাকে ভাল মন্দ মিশিয়ে তথ্যের এক বিশাল ভাণ্ডার আপনি কিন্তু বয়ে নিয়ে বেড়ান। তথ্যের এই বিশাল ভাণ্ডারে সহসাই কেউ যেন হানা দিয়ে কোন কিছু আপনার অজান্তে নিয়ে যেতে না পারে তার জন্য নিয়ে এলাম সুন্দর এক সফট যার নাম USBDisabler হা বন্ধুরা আপনার কম্পিউটারের ইউএসবি পোর্টকে অন্য কেউ যেন ব্যবহার করতে না পারে তার জন্য এই ব্যবস্থা। যা হবে আপনার ইচ্ছে অনুযায়ী হবে। এই জন্য প্রথমেই আপনাকে ডাউনলোড করে নিতে হবে USBDisabler কে এক্সট্রাক্ট করুন এবং USBDisabler তে ক্লিক দিয়ে সফটটি চালু করুন। মনে রাখবেন এটি আপনি এমন এক ড্রাইভ থেকে করুন যেখানে সহজেই কারো নজর যেন না পড়ে। USBDisabler এ ক্লিক দিলে নিচের চিত্রের মত আসবে————
এখানে আপনি যা করবেন————
১. এখানে Normal,Read Only ও Disable অপশন পাবেন, এখানে যা করতে চান তা সিলেক্ট করে নিন।
২. এখানে ক্লিক দিয়ে তা একটিভ করে নিন।
দেখুন এবার আপনার ইউএসবি পোর্টে কেউ পেন ড্রাইভ বা মেমোরি প্রবেশ করিয়ে কিছুই দেখতে পাবেনা যদি আপনি ইউএসবি পোর্টকে Disable করে রাখেন। পুনরায় সবকিছু আগের মত চাইলে Normal এ ক্লিক দিয়ে একটিভ করুন সবকিছু নরমাল হয়ে যাবে। তাহলে বন্ধুরা উপভোগ করুন USBDisabler কে এবং আনন্দে থাকুন।
ডাউনলোড করুন এখান থেকে।
No comments:
Post a Comment