বন্ধুরা প্রেজন্টেশন বা কোন প্রশিক্ষন চলাকালে মাউজ পয়েন্টার ছোট
হলে বাধ্য হয়ে উঠে গিয়ে আলাদা স্টিক দিয়ে তা দেখিয়ে দিতে হয়। এতে করে
সময় অপচয় হয়। আজ সেই সময় বা বিরক্তকর কাজ থেকে মুক্তি দেয়ার
উদ্দ্যেশ্যে আপনাদের সামনে নিয়ে এলাম PointerStick
নামের ছোট একটি ফ্রি সফট। যা দিয়ে আপনি প্রেজেন্টেশন বা প্রশিক্ষনে মাউজ
পয়েন্টার কে পয়েন্টার স্টিক হিসেবে ব্যবহার করতে পারেন। প্রথমে ডাউনলোড
করে নিন। ৩২ বিট ও ৬৪
বিটের জন্য আলাদা আলাদা ডাউনলোড লিংক দেয়া আছে। ইন্সটল করার কোন প্রয়োজন
নেই। শুধু জিপ ফাইলকে এক্সট্রাক্ট করুন এবং তাতে ডাবল ক্লিক দিন নিচের
চিত্রের মত পেয়ে যাবেন———
এখানে আপনার সুবিধা মোতাবেক সাইজ,কালার নিতে পারেন এবং স্টিক হাইড করে নেয়ার সুবিধাও রয়েছে। প্রয়োজনে সিস্টেম ট্রে থেকে একে সরিয়েও দিতে পারেন। এটি প্রায় সব ধরনের অপারেটিং সিস্টেমে চলবে।
এখানে আপনার সুবিধা মোতাবেক সাইজ,কালার নিতে পারেন এবং স্টিক হাইড করে নেয়ার সুবিধাও রয়েছে। প্রয়োজনে সিস্টেম ট্রে থেকে একে সরিয়েও দিতে পারেন। এটি প্রায় সব ধরনের অপারেটিং সিস্টেমে চলবে।
No comments:
Post a Comment