আপনি যখন কম্পিউটার চালু করেন তখন কি কখনো লক্ষ্য করেছেন যে, আপনার
কম্পিউটারটি চালু হওয়ার সাথে সাথেই আপনারই ইনস্ট্রল করা বেশ কিছু সফটওয়্যার
অটোমেটিক চালু হয়ে যায় যার ফলে একদিকে যেমনি ভাবে কম্পিউটার চালুর সাথে
সাথেই শ্লো হয়ে যায় তেমনিভাবে অন্যদিকে কম্পিউটার হারিয়ে ফেলে তার নিজের
সৌন্দর্য্য কেননা সে সময় আপনার ডেস্কটপটি নিশ্চয়ই অনেক গুলো সফটওয়্যারে
পূর্ণ থাকবে। আর খুব স্বাভাবিক ভাবেই এটি প্রত্যেকটি কম্পিউটার
ব্যবহারকারীর কাছে নি:সন্দেহে অসহ্যকর ও বিরক্তিকর একটি ব্যাপার। আর এই
সমস্যা থেকে আপনাদের রেহাই দিতেই আমি এখন লিখতে বসেছি। আমরা যারা উইন্ডোজ
অপারেটিং সিস্টেম ব্যবহার করি তারা খুব সহজেই এই ঝামেলা থেকে রেহাই পেতে
পারি। কিন্তু তার আগে কিছু কথা বলে রাখা ভালো। এটা নতুনদের জ্ঞান বাড়াতে
সহায়তা করবে।
প্রথম কথা হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Startup নামক একটি অপশন রয়েছে যেখানে কোন সফটওয়্যার সংযুক্ত অবস্থায় থাকলে সেই সফটওয়্যারটি ঠিক তখনই অটোমেটিকভাবে চালু হয়ে যায় যখন আপনি আপনার কম্পিউটারটি চালু করবেন। উইন্ডোজ এক্সপি এবং সেভেন এ Start Menu >> Startup নামক একটি ফোল্ডার দেখতে পাবেন। যা এক্সটার্নাল ভাবে আপনার সফটওয়্যারগুলো স্টার্ট করবে। এর মানে দাড়ায় এই ফোল্ডারে আপনি যদি কোন সফটওয়্যার এর শর্টকার্ট পেষ্ট করে রাখেন তাহলে কম্পিউটার চালুর সাথে সাথেই সফটওয়্যারটি চালু হবে। আবার অপর দিকে ওখানে যে সফটওয়্যারগুলোর শর্টকার্ট আছে সেগুলো ডিলিট করে দিলে সেই সফটওয়্যারগুলো আর চালু হবে না কম্পিউটার চালুর সাথে সাথে। কিন্তু মজার ব্যাপার হলো সেগুলো ছাড়াও কম্পিউটারের গভীরেও Startup নামক একটি ইন্টারনাল অপশন আছে যেখানে মুলত আপনার কম্পিউটারের সিস্টেম এর সাথে সংযুক্ত সফটওয়্যারগুলো স্টার্ট হওয়ার জন্য আপনার কম্পিউটারের কাছে অনুমতি চাইবে। আর এখন আমি সেই বিষয়েই আলোকপাত করবো।
তবে সেখানে যাওয়ার আগে বলে রাখি সম্পূর্ণ কাজটি আপানি নিজ দায়িত্বে করবেন। এবার আসুন কম্পিউটারের একটু গভীরে প্রবেশ করা যাক।
প্রথমে Start মেনু থেকে Run অপশনটি চালু করুন। তারপর সেখানে msconfig টাইপ করে ইন্টার দিন। একটি বক্স চালু হবে। সেখান থেকে Startup ট্যাবে ক্লীক করুন। সেখানে নিচের ছবির মতো আপনার সিস্টেমের সাথে সংযুক্ত সকল সফটওয়্যার-এর লিস্ট দেখাবে।
এবার আপনার যেগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার রয়েছে সেগুলোর পাশে অবস্থিত চেক বক্সে টিক চিহ্নগুলো উঠিয়ে দিন। তারপর Apply বাটনে ক্লীক করে OK বাটনে পুনরায় ক্লীক করে বেরিয়ে আসুন। তারপর আপনার কম্পিউটারটি Restart দিন। তারপর দেখুন ম্যাজিক কিছুক্ষন আগেই কম্পিউটার চালুর সাথে সাথে যেই প্রোগ্রামগুলো আপনাকে অনেক জ্বালাতন করছিলো এখন সেগুলো হয়ে গেছে একেবারে ঠান্ডা।
প্রথম কথা হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Startup নামক একটি অপশন রয়েছে যেখানে কোন সফটওয়্যার সংযুক্ত অবস্থায় থাকলে সেই সফটওয়্যারটি ঠিক তখনই অটোমেটিকভাবে চালু হয়ে যায় যখন আপনি আপনার কম্পিউটারটি চালু করবেন। উইন্ডোজ এক্সপি এবং সেভেন এ Start Menu >> Startup নামক একটি ফোল্ডার দেখতে পাবেন। যা এক্সটার্নাল ভাবে আপনার সফটওয়্যারগুলো স্টার্ট করবে। এর মানে দাড়ায় এই ফোল্ডারে আপনি যদি কোন সফটওয়্যার এর শর্টকার্ট পেষ্ট করে রাখেন তাহলে কম্পিউটার চালুর সাথে সাথেই সফটওয়্যারটি চালু হবে। আবার অপর দিকে ওখানে যে সফটওয়্যারগুলোর শর্টকার্ট আছে সেগুলো ডিলিট করে দিলে সেই সফটওয়্যারগুলো আর চালু হবে না কম্পিউটার চালুর সাথে সাথে। কিন্তু মজার ব্যাপার হলো সেগুলো ছাড়াও কম্পিউটারের গভীরেও Startup নামক একটি ইন্টারনাল অপশন আছে যেখানে মুলত আপনার কম্পিউটারের সিস্টেম এর সাথে সংযুক্ত সফটওয়্যারগুলো স্টার্ট হওয়ার জন্য আপনার কম্পিউটারের কাছে অনুমতি চাইবে। আর এখন আমি সেই বিষয়েই আলোকপাত করবো।
তবে সেখানে যাওয়ার আগে বলে রাখি সম্পূর্ণ কাজটি আপানি নিজ দায়িত্বে করবেন। এবার আসুন কম্পিউটারের একটু গভীরে প্রবেশ করা যাক।
প্রথমে Start মেনু থেকে Run অপশনটি চালু করুন। তারপর সেখানে msconfig টাইপ করে ইন্টার দিন। একটি বক্স চালু হবে। সেখান থেকে Startup ট্যাবে ক্লীক করুন। সেখানে নিচের ছবির মতো আপনার সিস্টেমের সাথে সংযুক্ত সকল সফটওয়্যার-এর লিস্ট দেখাবে।
এবার আপনার যেগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার রয়েছে সেগুলোর পাশে অবস্থিত চেক বক্সে টিক চিহ্নগুলো উঠিয়ে দিন। তারপর Apply বাটনে ক্লীক করে OK বাটনে পুনরায় ক্লীক করে বেরিয়ে আসুন। তারপর আপনার কম্পিউটারটি Restart দিন। তারপর দেখুন ম্যাজিক কিছুক্ষন আগেই কম্পিউটার চালুর সাথে সাথে যেই প্রোগ্রামগুলো আপনাকে অনেক জ্বালাতন করছিলো এখন সেগুলো হয়ে গেছে একেবারে ঠান্ডা।
No comments:
Post a Comment