ফেছবুক থেকে ভিডিও ডাওনলোড করার সহজ উপায়।


১। যে ভিডিও টি ডাওনলোড দিবেন সেই ভিডিও টি প্লে করুন।


২। ভিডিও টি প্লে করার পরে ভিডিও লিংকটি কপি করুন।


৩। এবার একটি ট্যাব দিন


৪। এবার নিও ট্যাব দেখতে পাবেন।


৫। এইবার যে লিংক টা কপি করেছিলেন তা নিও ট্যাব এ পেস্ট করুন।


৬। এবার লিংক টা থেকে শুধু www কেটে m বসিয়ে ইন্টার প্রেস করুন।


৭। ইন্টার প্রেস করার পর যে পেজটি আসবে, সেই পেজ থেকে ভিডিও টিতে ক্লিক করুন।


৮। ভিডিও টিতে ক্লিক করার পর দেখবেন সেইভ করার জন্য বলবে,  save file এ টিক দিয়ে ok দিন, ব্যাস আপনার ভিডিও টি ডাওনলোড হয়ে যাবে।

No comments:

Post a Comment