সলাতুত তাসবীহের ফাযীলাত
হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই হাদীসটিতে এমন এক সলাতের কথা বলা হয়েছে
যে সলাতটি আমাদের গোটা জীবনে একবার হলে ও পড়তে হবে। আসুন আমরা যারা না
জানি, তারা সলাতের নিয়ম টা দেখে নেই।
(২৪৩) ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (সাঃ) ‘আব্বাস ইবনু ‘আবদুল মত্তালিব (রাঃ)-কে বললেনঃ হে ‘আব্বাস ! হে আমার চাচা ! আমি কি আপনাকে দান করবো না ? আমি কি আপনাকে উপঢৌকন দিবো না ? আমি কি আপনার দশটি মহৎ কাজ করে দিবো না ? সুতরাং যখন আপনি সেগুলো বাস্তবায়ন করবেন তখন আল্লাহ আপনার প্রথম ও শেষ, অতীত ও বর্তমান, ইচ্ছা ও অনিচ্ছাকৃত, ছোট ও বড়, প্রকাশ্য ও গোপন সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন (সুবহানাল্লাহ)। সে দশটি মহৎ কর্ম হচ্ছে এইঃ আপনি চার রাক’আতের (সলাতে প্রত্যেকটিতে) কিরাআত পড়া থেকে অবসর হয়ে দণ্ডায়মান অবস্থায় বলবেন, “সুবহানাল্লাহ ওয়াল-হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার” পনের বার, পরে রুকু করুন এবং রুকু অবস্থায় তা বলুন দশবার, আবার রুকু থেকে মাথা তুলে তা বলুন দশবার, পরে সাজদাহয় ঝুকে পড়ুন, সাজদাহ অবস্থায় তা বলুন দশবার, এবার সাজদাহ থেকে মাথা তুলে তা বলুন দশবার। আবার সাজদাহ করুন, সেখানে তা বলুন দশবার। অতঃপর সাজদাহ থেকে মাথা তুলে তা বলুন দশবার, এ নিয়মে প্রত্যেক রাক’আতে তাসবীহর সংখ্যা হবে পঁচাত্তর বার এবং তা করতে থাকুন পূর্ণ চার রাক’আতে (ফলে গোটা সলাতে তাসবীহর সংখ্যা তিনশো বার)। যদি আপনার সাধ্য থাকে তাহলে উক্ত সলাত পড়ুন দৈনিক একবার। যদি তা না হয়, তাহলে অন্তত সপ্তাহে একবার, যদি তা না হয়, তাহলে অন্তত মাসে একবার, আর যদি তাও না হয়, তাহলে বছরে একবার, আর যদি তাও না হয়, তাহলে অন্তত গোটা জীবনে একবার।